প্রজেক্ট সামারি

  • নাম: ছুটি কক্সবাজার রিসোর্ট।
  • লোকেশন: টেকনাফ, কক্সবাজার।
  • জায়গার পরিমান: ৭.৬৫ বিঘা।
  • রুম সংখ্যা: টোটাল রুম সংখ্যা ১১০ টি
  • টোটাল ওনারশিপঃ ৩৫০০ টি
  • বিক্রয় যোগ্য ওনারশিপ এর পরিমান: ১৭১৫ টি
  • সর্বনিম্ন ওনারশিপের মূল্য: ৩ লক্ষ ৫০ হাজার
  • ওনারশিপ প্রতি জমির পরিমান: জমি ৯ স্কয়ার ফিট এবং বিল্ড এরিয়া ২০ স্কয়ার ফিট 
  • জমির সাফ কবলা রেজিস্ট্রি ও নিজ নামে মিউটেশন প্রদান করা হবে।

সম্ভাব্য আয়ের সুযোগ

  • মালিকানা প্যাকেজ অনুযায়ী অবকাশ যাপনের সুযোগ; যা আপনার বাৎসরিক পারিবারিক রিক্রিয়েশনের চাহিদা মিটাবে।
  • যদি উক্ত দিনগুলিতে আপনি হোটেলে না থাকেন তাহলে উক্ত সময়ের আয় আপনি পাবেন।
  • হোটেলের রুম ভাড়া ছাড়াও ফুড এন্ড বেভারেজ, আউটডোর রেস্টুরেন্ট, কনভেনশন হল, গেমিং জোন, ক্রজিং শিপ থেকে ইনকাম সুযোগ।
  • কোম্পানির বিভিন্ন অফারে গেস্ট পাঠিয়ে বা কাউকে রেফার করে কমিশন অর্জনের সুযোগ।
  • ক্রয়কৃত সম্পদের মূল্য সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে বহুগুণ।

ক্রয়কৃত শেয়ারের বিপরীতে যা প্রদান করা হবে:

  • প্রতিটি প্রদানকৃত টাকার বিপরীতে ছুটি রিসোর্ট কক্সবাজার লি. এর মানি রিসিট প্রদান করা হবে।
  • ডাউন পেমেন্ট প্রদানের পর শেয়ার হোল্ডার ও কোম্পানির মধ্যে একটি Deed of Agreement সম্পন্ন হবে। এ্যাগ্রিমেন্টে আপনার ও কোম্পানির যাবতীয় তথ্য, শেয়ারের বিপরীতে প্রদত্ত সুযোগ-সুবিধা, শেয়ার হস্তান্তরের নিয়মাবলী, সাধারন তথ্য ও শর্তাবলীর বিস্তারিত বিবরণ থাকবে।
  • শেয়ারের মূল্য পরিশোধ এর পর জমির সাফ-কবলা প্রদান করা হবে।
  • মাত্র ৬.৫ লক্ষ টাকার বিনিময়ে প্রত্যেক শেয়ারের বিপরীতে সর্বমোট ৯ স্কয়ার ফিট জমি এবং বিল্ড এরিয়া থেকে ২০ স্কয়ার ফিট সাফ-কবলা দলিল প্রদান করা হবে।

মেম্বারশীপ ক্যটেগরি